, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আফগান সিরিজের আগে তামিম-লিটনকে নিয়ে দুঃসংবাদ

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৩ ০৬:৪৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৩ ০৬:৪৭:১১ অপরাহ্ন
আফগান সিরিজের আগে তামিম-লিটনকে নিয়ে দুঃসংবাদ
এবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে ইনজুরি শঙ্কায় বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। পিঠের পুরোনো ব্যথায় গতকাল বৃহস্পতিবার অনুশীলন করতে পারেননি টাইগার ওপেনার তামিম ইকবাল। বিসিবি সূত্রের খবর, সেরে উঠতে বিশ্রামে আছেন তামিম। এদিকে গত বছর কুঁচকির চোটের কারণে ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারেননি তামিম। সামনে টাইগারদের ব্যস্ত ক্রিকেট সূচী।

সব মিলিয়ে ওয়ানডে অধিনায়কের পিটের চোট নিয়ে অস্বস্তিতে টাইগার টিম ম্যানেজম্যান্ট। পিঠের পুরোনো ব্যথা নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আগে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তামিম। এবার আফগানিস্তানের টেস্ট শুরুর আগে ফের ব্যথায় ভুগছেন তামিম। যদিও ম্যানেজম্যান্টের আশা, কয়েকদিনের বিশ্রামে সেরে উঠবেন টাইগার ওপেনার।

এদিকে তামিমের পিঠের চোট নিয়ে বিসিবি এক কর্মকর্তা বলেন, 'তার (তামিম) পিঠে ব্যথা হচ্ছে, এই কারণে এখন বিশ্রাম নিচ্ছেন। সাধারণত দুই বা তিন দিন বিশ্রাম নেওয়ার পরে, এই ধরনের পিঠের ব্যথা সেরে যায়। আমরা এবারও একই প্রত্যাশা করছি'। এছাড়া আফগান টেস্টে নেতৃত্ব পাওয়া লিটন দাস পিঠের চোঠের পাশাপাশি ভুগছেন জ্বরে।

এ কারণে অনুশীলন থেকে বিরত থাকতে হচ্ছে লিটনকে। টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, লিটনের স্ক্যান করা হয়েছে এবং রিপোর্ট ভালো তাই চিন্তার কিছু নেই। টেস্ট শুরুর আগে ফিট লিটনকে পাওয়ার আশা বাংলাদেশ শিবিরের। আগামী ১৪ জুন শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান। 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর