, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরিজ বাঁচাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০৫:৩৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০৫:৩৫:০৯ অপরাহ্ন
সিরিজ বাঁচাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
এবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচটি তাদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। অন্যদিকে ভারত এই ম্যাচ জিততে পারলে আজই তাদের সিরিজ নিশ্চিত হয়ে যাবে।

আজ (বুধবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দল ফের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচের সময়ে দিল্লিতে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রির মধ্যে। তবে অনুভূত হবে আরো কম। ফলে ক্রিকেটের জন্য এই তাপমাত্রা বেশ উপযোগী।

ফ্লাডলাইটের আলোয় এই তাপমাত্রা সহনীয় পর্যায়ের মধ্যেই। তাছাড়া এই সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৪১ থেকে ৫৮ শতাংশ পর্যন্ত। এসব কিছুই ক্রিকেটের জন্য উপযোগী। তবে বরাবরের মতোই দিল্লির বায়ুমান অস্বাস্থ্যকর থাকবে।
 
বাংলাদেশ সম্ভাব্য একাদশ : পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
সর্বশেষ সংবাদ
নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং