, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০৫:২০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০৫:২০:০০ অপরাহ্ন
রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর
আজ রাজধানীর বাড্ডায় বাসচাপায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তাসনিম জাহান আইরিন (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বাড্ডার প্রগতি সরণি সড়কে ফুজি ট্রেড সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আইরিন শাবিপ্রবির বিবিএ ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজধানীর নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন তিনি।

এদিকে গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে বাড্ডার ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি ওই শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

এরপর নিহতের সহকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বাড্ডা থেকে মালিবাগ সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ