, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাকিস্তানে ‘র’ এর এজেন্ট গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০২:৫৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০২:৫৮:২৫ অপরাহ্ন
পাকিস্তানে ‘র’ এর এজেন্ট গ্রেফতার
এবার অবৈধ অস্ত্র ও বিস্ফোরক রাখার একটি মামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (‘র’)-এর সন্দেহভাজন এজেন্টকে দুই দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)।

আজ বুধবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, বিশেষ তদন্ত ইউনিট (এসআইইউ) মৌরিপুর এলাকায় মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে এবং দাবি করে যে সে র’তে কাজ করে।

এদিকে সন্দেহভাজন সেলিমের কাছ থেকে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে এসআইইউ। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সন্দেহভাজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে বিচারকের কাছে আবেদন করেন।

তবে, আদালত অভিযুক্ত সেলিমকে দুই দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। সেই সাথে, পরবর্তী তারিখে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আইওকে নির্দেশ দেন। এসআইইউ কর্মকর্তাদের মতে, অভিযানের ফলে বিভিন্ন বিভাগ থেকে হ্যান্ড গ্রেনেড, একটি রকেট লঞ্চার, ৯ এমএম পিস্তল এবং বেশ কয়েকটি জাল সার্ভিস কার্ড জব্দ করা হয়েছে।

এদিকে কর্মকর্তা আরও জানান, সন্দেহভাজন ওই ব্যক্তিকে বিভিন্ন নামে একাধিক পাসপোর্ট রয়েছে। এছাড়াও, তাকে বিভিন্ন পরিচয়পত্র বহন করতে-ও পাওয়া যায়। উল্লেখ্য, সন্দেহভাজন ব্যক্তি নেপাল হয়ে বেশ কয়েকবার ভারতে যাওয়ার বিষয়ে প্রমাণ ও নথি পাওয়া গেছে বলে তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে ডন।
সর্বশেষ সংবাদ