, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গার্মেন্টস কর্মীদের পূজার ছুটি নিয়ে সিদ্ধান্ত জানালো বিজিএমইএ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০২:৩৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০২:৩৯:১৭ অপরাহ্ন
গার্মেন্টস কর্মীদের পূজার ছুটি নিয়ে সিদ্ধান্ত জানালো বিজিএমইএ
এবার দুর্গাপূজা চলাকালীন সারাদেশের সব পোশাক কারখানা শ্রম আইন প্রতিপালন করে স্ব স্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলবে। তবে সনাতন ধর্মাবলম্বীরা উল্লিখিত ছুটি ভোগ করবে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে সরকার ১০ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে সেখানে শিল্প-কলকারখানার কথা বলা হয়নি। তাই ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পূজা চলাকালীন দেশব্যাপী সব পোশাক কারখানা শ্রম আইন প্রতিপালন করে স্ব স্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলবে।

তবে পূজা চলাকালীন দেশব্যাপী সব পোশাক কারখানায় সনাতন ধর্মাবলম্বীরা উল্লিখিত ছুটি ভোগ করবে বলে জানিয়েছে বিজিএমইএ। এর আগে, গত ৮ অক্টোবর নির্বাহী আদেশে আগামী ১০ অক্টোবর দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, সরকার দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করলো। সাধারণ ছুটিকালীন সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন - বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এদিকে হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্টরাও ছুটির আওতার বাইরে থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতাবহির্ভূত থাকবে।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া