, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জাতীয় পার্টিকে সংলাপে ডাক পেলে কঠোর বিরোধিতা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৪ ০২:৩৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৪ ০২:৩৫:০২ অপরাহ্ন
জাতীয় পার্টিকে সংলাপে ডাক পেলে কঠোর বিরোধিতা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
এখন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সংলাপে বিগত সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে (জাপা) অন্তর্ভুক্ত করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
 
তারা বলেছেন, জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হলে তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সোমবার (৭ অক্টোবর) রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক পৃথক পোস্টের মাধ্যমে এ হুঁশিয়ারি দেন তারা। নিজেদের স্ট্যাটাসে জাতীয় পার্টিকে হাসনাত আবদুল্লাহ ‘স্বৈরাচারের দোসর’ ও সারজিস আলম ‘মেরুদণ্ডহীন’ বলে আখ্যা দেন।

এদিকে দলটিকে সংলাপে ডাকার সিদ্ধান্ত আত্মঘাতী হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবো।

সারজিস আলম লেখেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের কীভাবে আলোচনায় ডাকেন প্রধান উপদেষ্টা?
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া