এবার ছাত্রলীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না। বরং সবাইকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
গতকাল সোমবার (৭ অক্টোবর) বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পঞ্চম বার্ষিকীতে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে চায়, সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামর ভিত্তিতে নয়।
এদিকে, আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র-জনতার সংহতি সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও ছাত্রলীগের রাজনীতি বাতিলের দাবি জানান।
এ সময় তিনি আরও বলেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন।