এবার কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। জানা যায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ সদস্যরা একটি এ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ নিয়ে যায়।
এ বিষয়টি নিশ্চিত করে ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন জানান, কামাল হোসেন নামের ওই যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ সদস্যরা অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে গেছে।
তিনি আরও জানান, ওই যুবকের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএস এর সাথে কথা হয়েছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে বলেও জানান তিনি।