, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলায় বিশেষ টাস্কফোর্স, থাকবে দুজন শিক্ষার্থী

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৮:২৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৮:২৪:৩৬ অপরাহ্ন
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলায় বিশেষ টাস্কফোর্স, থাকবে দুজন শিক্ষার্থী
এবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলাপর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশেষ এই টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক। সদস্যদের মধ্যে থাকবেন দুজন শিক্ষার্থীও।

এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন—অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা/সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি এবং সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস