, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল: শান্ত

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১২:০৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১২:০৮:৪২ অপরাহ্ন
আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল: শান্ত
এবার ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্টে বিবর্ণ পারফরম্যান্স করেছে। শেষ টেস্টে ভারত আড়াইদিনের খেলায় জিতেছে। ২-০তে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ তরুণদের নিয়ে নেমেছিল টি-টুয়েন্টিতে। সেখানেও হতশ্রী পারফরম্যান্স টাইগারদের। এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও নিজেদের ভালো দল বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এদিন ম্যাচের পর শান্ত বলেছেন, ‘আমাদের ব্র্যান্ড খারাপ হচ্ছে তা বলব না। কিন্তু আমার মনে হয় যে, এর থেকে আমরা আরও ভালো দল। বিগত অনেকদিন ধরেই এই সংস্করণে আমরা ভালো করছি না। কিন্তু বিশ্বাস করি না আমরা এত খারাপ দল।’

তিনি বলেন, ‘আমরা যখন ব্যাটিং করেছি তখন উইকেট একটু ধীরগতির ছিল। আমার মনে হয়েছে খুব ভালো উইকেট ছিল। উইকেট যে অনেক ধীরগতির ছিল আমার তা মনে হয় না। ভারতের সাথে দক্ষতা এবং মানসিকতা দুইদিক থেকেই পার্থক্য রয়েছে আমাদের।’

এদিকে গোয়ালিয়রে নেমে ভারতের বোলিং তোপের মুখে ১৯.৫ ওভারে ১২৭ রানে থামে বাংলাদেশ। সাতে নেমে সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান আসে মেহেদী হাসান মিরাজের থেকে। ভারত লক্ষ্য মাত্র ১১.৫ ওভারে টপকে ১-০তে সিরিজে এগিয়ে গেছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান