, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


মৃত বাবার চাকরি নিজের করে নিতে ১০ বছর বয়সী ভাইকে হত্যা 

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০২:০০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০২:০০:৪২ অপরাহ্ন
মৃত বাবার চাকরি নিজের করে নিতে ১০ বছর বয়সী ভাইকে হত্যা 
এবার মৃত বাবার চাকরি নিজের করে নিতে ১০ বছর বয়সী ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বোনের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বোন লিজা সিং এবং তার প্রেমিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। রোববার (৬ অক্টোবর) হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ভারতের খড়গপুরের রেল কোয়ার্টার থেকে ভাইয়ের লাশ উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ।

এদিকে নিহত মনোজিৎ সিংকে শুক্রবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর পর নিখোঁজ ডায়েরি করেন তার মা। এছাড়া বোনও আত্মীয়দের বাড়ি গিয়ে ভাইকে অপহরণ করা হয়েছে বলে কান্নাকাটি শুরু করে। লিজা সিং আত্মীয়দের বলেন, অপহরণকারীরা মোটা টাকা মুক্তিপণ দাবি করেছে। কিন্তু তদন্তে উঠে আসে মনোজিৎকে খুন করেছে তার নিজেরই বোন ও তার প্রেমিক।

এদিকে পরিবার সূত্রে জানা যায়, ২ বছর আগে লিজার বাবার মৃত্যু হয়। খড়গপুরে রেলকর্মী ছিলেন তিনি। মাস খানেক আগে পোষ্য হিসেবে বাবার চাকরি পান লিজা। ১০ বছর বয়সী ভাইয়ের নো অবজেকশন সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পান তিনি।

স্থানীয়রা জানান, শুক্রবার হঠাৎ নিখোঁজ হয়ে যায় মনোজিৎ। লিজা জানায় ভাইকে অপহরণ করা হয়েছে। শনিবার পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে দুর্গন্ধ বেরোলে স্থানীয়রা দেখেন, সেখানে পড়ে রয়েছে মনোজিতের দেহ। এরপর পুলিশে খবর দেন তারা।

এদিকে তদন্তে নেমে পুলিশ লিজাকে আটক করে। পরে তিনি জানান, চাকরিতে যোগদানের পরে সে জানতে পারে, ভাই সাবালক হলে তার দেয়া নো অবজেকশন সার্টিফিকেটের কোনও গুরুত্ব থাকবে না। তখন বাবার চাকরি দাবি করতে পারেন ভাই। একথা শুনে ভাইকে খুনের পরিকল্পনা করেন লিজা। প্রেমিকের সাথে হাত মিলিয়ে ভাইকে খুন করে বাড়ির পাশের পরিত্যক্ত কোয়ার্টারে ফেলে দিয়ে আসেন তিনি।
সর্বশেষ সংবাদ
নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস

নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস