, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শেখ মুজিবুরের ছবি ছাড়াই আসছে ব্যাংক নোট

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ১০:২৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ১০:২৪:৫৬ পূর্বাহ্ন
শেখ মুজিবুরের ছবি ছাড়াই আসছে ব্যাংক নোট
এবার বঙ্গবন্ধুর ছবি ছাড়াই বাজারে আসছে ব্যাংকনোট। অর্থ মন্ত্রণালয় সমস্ত মূল্যমানের ব্যাংকনোটের জন্য নতুন ডিজাইনের অনুরোধ করেছে৷ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানান। সূত্র মতে, প্রায় ছয় মাসের মধ্যে নতুন নকশা জমা দেবে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি নোটের জন্য চারটি ভিন্ন ডিজাইন জমা দেওয়া হবে।

নতুন নোট প্রচলন প্রক্রিয়া প্রায় দুই বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, বর্তমান নোটগুলো ধীরে ধীরে পরবর্তী কয়েক বছরের মধ্যে নতুন নোটগুলোর সাথে প্রতিস্থাপিত হবে৷ বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের সব ধরনের নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলার সম্ভাবনা রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে। চিঠিত বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ চাওয়া হয়েছে।

এদিকে চিঠিতে বলা হয়েছে, নতুন নোট প্রচলনের জন্য কী ধরনের নকশা উপযুক্ত হবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব অর্থ বিভাগে একটি সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। বর্তমানে, বাংলাদেশের সমস্ত কাগজের নোট – ২ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে – বঙ্গবন্ধুর ছবি। কিছু নোট দুই পাশে তার ছবি বহন করে, ধাতব মুদ্রায় তার প্রতিকৃতিও রয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস