, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বুরকিনা ফাসোতে প্রায় ৬০০ জনকে গুলি করে হত্যা 

  • আপলোড সময় : ০৫-১০-২০২৪ ১২:২৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৪ ১২:২৮:২৬ অপরাহ্ন
বুরকিনা ফাসোতে প্রায় ৬০০ জনকে গুলি করে হত্যা 
এবার আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর একটি শহরে কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৬০০ জনকে গুলি করে হত্যা করা হয়। এমন চাঞ্চল্যকর এক তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

এদিকে প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যমটি।

সন্ত্রাসীদের আক্রমণ থেকে বাঁচতে বারসালাঘোর বাসিন্দা প্রতিরক্ষামূলক পরিখা খনন করছিলেন। এই সময় সন্ত্রাসীরা হামলা চালায় এবং কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৬০০ জনকে হত্যা করে। নিহতদের প্রায় সবাইই নারী ও শিশু। 

এদিকে ফ্রান্স সরকারের মূল্যায়নের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, এ হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬০০ জন। তবে জাতিসংঘের অনুমান সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ২০০ জন নিহত হয়েছে। 
রাতে অধিনায়ক হিসেবে মাঠ মাতাবেন সাকিব

রাতে অধিনায়ক হিসেবে মাঠ মাতাবেন সাকিব