অবশেষে সপ্তাহের ব্যাবধানে বাজারে কমেছে সবজির দাম। একই সাথে কিছুটা কমেছে ডিম ও মুরগির দামও। তবে চিনি, সয়াবিন তেল, আটা-ময়দা ও ডালসহ বেশ কিছু নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।
আজ রাজধানীর কারওয়ানবাজারের সবজির আড়ত ঘুরে দেখা গেছে, বাজারে সবজির দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে।
কাঁকরোল, পেঁপে, পটল ও ঢ্যাড়স সহ প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা কেজিতে। এদিকে বেগুন, করলা, বরবটি ও টমেটো পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। কমেছে মুরগী ও ডিমের দাম।
কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। আর কেজিপ্রতি ২০ টাকা কমে সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
এদিকে ডিমের দাম ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। গরুর মাংসের কেজি পড়ছে ৭৫০ থেকে ৭৭০ টাকা।