, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ, সবার অবস্থাই আশঙ্কাজনক

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৩ ১২:১২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৩ ১২:১৪:২০ অপরাহ্ন
চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ, সবার অবস্থাই আশঙ্কাজনক
আজ সকালে নারায়ণগঞ্জে ফতুল্লার কাশীপুর এলাকায় একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
 
আজ শুক্রবার ৯ জুন সকাল ৮টার দিকে এ দুর্ঘটনার পরই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন: মো. সালাম মণ্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫) ও মেহজাবিন (৭)।
 
এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, ফতুল্লা থেকে একই পরিবারের দগ্ধ পাঁচজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে।

তাদের মধ্যে মো. সালাম মণ্ডলের শরীরে ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও মেহজাবিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে; সবার অবস্থাই আশঙ্কাজনক।
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ