, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


এবার লেবাননের রকেট হামলায় কাঁপল ইসরায়েল

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০৫:২২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০৫:২২:২১ অপরাহ্ন
এবার লেবাননের রকেট হামলায় কাঁপল ইসরায়েল
এবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। লেবাননের গোষ্ঠীটি বলেছে, শুক্রবার (০৪ অক্টোবর) যোদ্ধারা সকালে হাইফা শহরকে লক্ষ্য করে  রকেট হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
আল জাজিরা জানিয়েছে, টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, স্থানীয় সময় সকাল ৭ টায় ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে হামলা করা হয়। লেবানিজ এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে যোদ্ধাদের এই হামলা উল্লেখ করে হিজবুল্লাহ "বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের" জন্য যোদ্ধাদের প্রশংসা করেছে।

তবে এই হামলার বিষয়ে ইসরায়েল বাহিনীর তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) লেবাননের দক্ষিণ বৈরুতে টানা ১১টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

অন্যদিকে লেবাননের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই দেশটির রাজধানী বৈরুতে অবতরণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে নিয়ে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণ করেছে।

গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর এটি কোনো শীর্ষ ইরানি কর্মকর্তার প্রথম সফর। সফরকালে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে দেখা করার কথা রয়েছে আব্বাস আরাগচির। ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে তিনি কোনো বার্তা লেবাননে পৌঁছে দেবেন বলেও ধারণা করছেন অনেকে।
সর্বশেষ সংবাদ
নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস

নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস