, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গোয়ালিয়রে ১৪৪ ধারা জারি, কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ ম্যাচ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০৫:০৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০৫:০৫:২৫ অপরাহ্ন
গোয়ালিয়রে ১৪৪ ধারা জারি, কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ ম্যাচ
এবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর এবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে। তবে এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে রয়েছে সংশয়। কেননা, ভারত সফরের আগেই এই ম্যাচ ঘিরে বাংলাদেশ দলকে হুমকি দিয়েছিল হিন্দু ধর্মাবলম্বী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা।
 
এবার ভারত-বাংলাদেশ ম্যাচকে ঘিরে এখন ১৪৪ ধারা জারি রয়েছে গোয়ালিয়রে। ম্যাচ মাঠে গড়াতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে গোয়ালিয়র পুলিশ। এদিকে প্রায় ১৪ বছর পর গোয়ালিয়রে কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে।

যাকে কেন্দ্র করে গোয়ালিয়রের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে চায় স্থানীয়দের একটা বড় অংশ। তবে ম্যাচটিকে ঘিরে গোয়ালিয়রের নিরাপত্তা নিশ্চিতে মানুষের চলাচল ও কর্মকাণ্ড সীমিত করার কথা জানিয়েছেন গোয়ালিয়রের কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট রুচিকা চৌহান।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, বিক্ষোভকারী সংগঠনগুলো শহরে প্রতিবাদী আয়োজনে র‌্যালি ও কুশপুত্তলিকা পোড়ানোর মতো ঘটনা ঘটিয়েছে। সে কারণে স্থানীয় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে পর্যন্ত কড়া নজর রেখেছে।

যাতে এই পরিস্থিতিকে উসকে দেয়া কোনো বার্তা, ছবি কিংবা ভিডিও কেউ ছড়াতে না পারে। এছাড়া সঙ্গে কোনো অস্ত্র কিংবা আঘাত করার উপযোগী বস্তু রাখাও নিষিদ্ধ। ম্যাচটি শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে পুরো শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান