, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


বিয়ের পিঁড়িতে রশিদ খান

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ১২:৩২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ১২:৩২:৩৭ অপরাহ্ন
বিয়ের পিঁড়িতে রশিদ খান
এবার আফগানিস্তানের লেগ স্পিন সুপারস্টার রশিদ খান জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনি পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেছেন। হোটেল ইম্পেরিয়াল কন্টিনেন্টালে এক জমকালো অনুষ্ঠানে তিনি গাঁটছড়া বাঁধেন।

একই দিনে রশিদের ভাই এবং তার দুই ভাগ্নেরও বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের জাতীয় দলের সতীর্থরা। হোটেলের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা। একটি ভিডিওতে অস্ত্র হাতে তালেবানদেরকেও দেখা গেছে পাহারা দিতে। গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান। ছিল ব্যাপক খানাপিনার আয়োজন।

এদিকে বিয়ে উপলক্ষে পুরো হোটেলটিতে আলোকসজ্জা করা হয়। দৃষ্টিনন্দন করে সাজানো হয় চারদিক। রশিদ এবং বাকি পাত্রদের দেখা গেছে আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরতে। মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানদের দেখা গেছে ছবিতে। তবে ২৬ বছর বয়সী তারকার কনেকে দেখা যায়নি বা তার নাম-পরিচয়ও জানা যায়নি।

বিয়ের অনুষ্ঠানে রশিদ ও তার ভাইদের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’
সর্বশেষ সংবাদ
নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস

নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস