, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইসরাইলকে উড়িয়ে দিয়ে ফাইনালে উরুগুয়ে

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৩ ১১:৩২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৩ ১১:৩২:০০ পূর্বাহ্ন
ইসরাইলকে উড়িয়ে দিয়ে ফাইনালে উরুগুয়ে
এবার বড়দের বিশ্বকাপে দুইবার শিরোপা জিতলেও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে কখনো শিরোপা জেতা হয়নি উরুগুয়ের। তবে এবার শিরোপার খুব কাছে ল্যাটিন আমেরিকার দলটি। জুনিয়র ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে হারিয়ে ফাইনালে উঠেছে উরুগুয়ে।
 
গতকাল বৃহস্পতিবার (৮ জুন) আর্জেন্টিনার লা প্লাটায় সেমিফাইনাল ম্যাচে ইসরাইলকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্ডারসন দুয়ার্তে। ব্রাজিলকে হারিয়ে সেমিতে নাম লেখানো ইসরাইল ম্যাচের শুরুতে বেশ দাপট দেখিয়েছে।

ম্যাচের প্রথম ভালো সুযোগটাও তৈরি করেছিল তারাই। তবে তাদের ফরোয়ার্ডের নেয়া শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক। সময় বাড়তে থাকলে খোলস ছেড়ে বেরিয়ে আসে উরুগুয়ে।

প্রথমার্ধের শেষদিকে বেশকিছু দুর্দান্ত আক্রমণ করেও জালের দেখা পায়নি দলটি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দুয়ার্তের শট বারে লেগে ফিরে আসে। তবে হতাশ করেননি দুয়ার্তে। ৬১তম মিনিটে ডেডলক ভাঙেন তিনিই।

মাততুরোর নেয়া দূরপাল্লার শট বারে লেগে ফেরত এলে ফিরতি শটে জালে বল জড়ান দুয়ার্তে। ম্যাচে ফেরার একটি সুযোগ অবশ্য পেয়েছিল ইসরাইল। তবে ৮৫তম মিনিটে সেই সহজ সুযোগ হাতছাড়া করেন ওমের সিনিয়র। হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস