, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৬:৫১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৬:৫১:০২ অপরাহ্ন
টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ
প্রতিবছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করা বিখ্যাত টাইম ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ 'টাইম-১০০ তে' স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ১৯৯৯ সাল থেকে ম্যাগাজিনটি প্রতিবছর এই তালিকা প্রকাশ করে আসছে।

এদিকে নাহিদ ইসলামের সম্পর্কে টাইম ম্যাগাজিন লিখেছে, “বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০০ ব্যক্তিদের মধ্যে নাহিদ ইসলামের স্থান পেতে ২৬ বছর বয়স হতে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান থেকে পড়াশোনা শেষ করা ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছিলেন।

আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে। এই আন্দোলনের কিছুদিন পর তিনিই 'হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে' বলে ছাত্রদের এক দফা দাবি তুলে ধরেন।”
বিজ্ঞাপন

টাইম বলছে, ‘১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে।’ এ বিষয়ে নাহিদের ভাষ্য, ‘আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম– অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।  
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর