, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইসরাইলে প্রবেশ করতে পারবেন না জাতিসংঘ মহাসচিব 

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৬:৩৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৬:৩৪:১৫ অপরাহ্ন
ইসরাইলে প্রবেশ করতে পারবেন না জাতিসংঘ মহাসচিব 
এবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইসরাইলে প্রবেশে বাধা দেয়া হবে বলে জানিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ। বুধবার (২ অক্টোবর) এ কথা জানান কার্টজ। গুতেরেস ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ‘দ্ব্যর্থহীনভাবে’ নিন্দা না করায়, এই পদক্ষেপ বলে জানান ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্সের।
 
মঙ্গলবার ইরানের মিত্র লেবাননের হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে তেল আবিবে ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরমধ্যে বেশ কয়েকটি মাঝ আকাশে ভূপাতিত করা হয়েছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের ভূখণ্ডে আঘাত হেনেছে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার এ ঘটনায় গুতেরেস একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন। এতে শুধুমাত্র ‘মধ্যপ্রাচ্যে সর্বশেষ হামলা’ কথাটি উল্লেখ করেছেন তিনি।  এছাড়া ‘উত্তেজনার পর উত্তেজনা’ বলে হামলার নিন্দা জানিয়েছেন। এতেই গুতেরেসের প্রতি ক্ষুব্ধ হয়েছে ইসরাইল। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে ‘যথাযথ শব্দ’ ব্যবহার করতে না পারায় গুতেরেসকে ইসরাইলে ‘পারসোনা নন গ্রাটা’ করা হলো।
 
এদিকে কার্টজ আরও বলেন, ‘যে কেউ দ্ব্যর্থহীনভাবে ইসরাইলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করবে না, যেমনটি বিশ্বের প্রায় সব দেশ করেছে, তারা ইসরাইলের মাটিতে পা রাখার যোগ্য নয়।’
সর্বশেষ সংবাদ