, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কে ১৫ কিলোমিটারজুড়ে যানজট

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৩ ১০:৪৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৩ ১০:৪৩:২৯ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কে ১৫ কিলোমিটারজুড়ে যানজট
আজ সকাল থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলকারীরা। আজ শুক্রবার ভোররাত থেকে এ যানজটের সৃষ্টি হয়।

এদিকে পুলিশ ও চালকেরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। ভোররাতে কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়। ট্রাকটি সরিয়ে নেওয়ার আগেই উল্টো পথে গাড়ি চলতে গিয়ে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার রাতে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।

এদিকে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস