, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইসরায়েলের বিরুদ্ধে প্রথম সম্মুখযুদ্ধ, পিছু হটতে বাধ্য হয় পদাতিক বাহিনী

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৪:৫১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৪:৫১:৪৬ অপরাহ্ন
ইসরায়েলের বিরুদ্ধে প্রথম সম্মুখযুদ্ধ, পিছু হটতে বাধ্য হয় পদাতিক বাহিনী
এবার প্রতিরোধ যোদ্ধার দল হিজবুল্লাহ বুধবার (২ অক্টোবর) জানিয়েছে, দক্ষিণ লেবাননের ওদাইসেহ শহরে ইসরায়েলের পদাতিক বাহিনী ঢুকতে চাইলে তাদের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে প্রথমবারের মতো সম্মুখযুদ্ধ শুরু হয়। যোদ্ধাদের সাহসিক হামলায় হতাহতের পর পিছু হটতে বাধ্য হয় পদাতিক বাহিনী। সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৮ জন। খবর আলজাজিরা।  

এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র সংগঠনটি এমনটি দাবি করেছে। তবে এই বিষয়ে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি ইসরায়েলি বাহিনীর মন্তব্য পায়নি। এর আগে, লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। হামলার অংশ হিসেবে দক্ষিণ লেবাননে প্যারাট্রুপার ও কমান্ডো অভিযান শুরু করলেই হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়ে তেল আবিব।

এদিকে ইসরায়েলের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাহিনীটির ৯৮তম এলিট ডিভিশনের সেনারা লেবাননে স্থল অভিযান শুরু করে। এই ডিভিশনটি দুই সপ্তাহ আগেও গাজা ভূখণ্ডে শাসকগোষ্ঠী হামাসের বিরুদ্ধে সংঘাতে জড়ায়।

এদিকে, হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বিমানবাহিনী ও গোলন্দাজ বাহিনীর সহযোগিতায় ‘সীমিত, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু’ ধ্বংস করতে স্থল অভিযান শুরুর দাবি জানায় ইসরায়েল। এই সব গ্রামে অবস্থানরত হিজবুল্লাহর যোদ্ধাদের ‘উত্তর ইসরায়েলের ইসরায়েলি সম্প্রদায়ের প্রতি তাৎক্ষণিক হুমকি হিসেবে’ বিবেচনা করছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী।
সর্বশেষ সংবাদ