, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে: সাকিবের অবসর নিয়ে হাথুরু 

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৭:৪০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৭:৪০:১১ অপরাহ্ন
সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে: সাকিবের অবসর নিয়ে হাথুরু 
অবশেষে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ খেলে তিনি ফরম্যাটটিকে বিদায় জানাতে চান। অবশ্য সেজন্য দেশে ফিরে খেলা এবং নিরাপদে দেশ ছাড়ার সুযোগ ও নিরাপত্তা চেয়েছেন এই টাইগার অলরাউন্ডার। সাকিবের দেশে ফেরার বিষয়টি এখনও অনিশ্চিত, যা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। 

এদিকে সবশেষ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। এরপর আগস্টে সরকার পতনের পর এই ক্রিকেটারের নামে হত্যা মামলা হয়েছে। যে কারণে দেশের মাটিতে ফিরতে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। যা নিয়ে বিসিবির মন্তব্য হয়তো সাকিবের জন্য সন্তোষজনক নয়। ফলে প্রোটিয়া সিরিজে সাকিব থাকছেন নাকি ভারতের কানপুর টেস্টেই তার শেষ ম্যাচ– এই প্রশ্ন উঠেছে।

আজ (মঙ্গলবার) ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের খেলা নিয়ে বলেন, ‘এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ কি না, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে।’ সাকিব যদি না খেলেন, ওই অবস্থায় দলের পরিকল্পনা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমি মনে করি, সাকিব না থাকলে কি হবে, সে ভাবনা তো সব সময়ই আছে, বিশেষ করে সে এখন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে।’
 
এর আগে কানপুর টেস্টের আগেরদিন সংবাদ সম্মেলনে টেস্ট থেকে বিদায়ের কথা জানান সাকিব। যা কোচ হাথুরুসিংহেকে অবাক করেছে। টাইগার কোচ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব তার শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো একই বিকল্প খুঁজে পাবেন না।’

প্রসঙ্গত, আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। এরপর ২১ অক্টোবর থেকে মিরপুরে প্রথম এবং ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ সংবাদ
প্রথম মাসের বেতনের পুরো টাকা ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ

প্রথম মাসের বেতনের পুরো টাকা ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ