, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেসির সঙ্গে মায়ামিতে যাচ্ছেন বার্সা সতীর্থ সার্জিও বুসকেটসও

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৩ ১০:০৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৩ ১০:০৪:৪৪ পূর্বাহ্ন
মেসির সঙ্গে মায়ামিতে যাচ্ছেন বার্সা সতীর্থ সার্জিও বুসকেটসও
অবশেষে লিওনেল মেসি যোগ দিতে যাচ্ছেন আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। জানা গেছে, তার সঙ্গে মায়ামিতে খেলতে যাচ্ছেন বার্সা সতীর্থ সার্জিও বুসকেটসও। বার্সেলোনার সঙ্গে বুসকেটস আর চুক্তি নবায়ন করেননি।

আগামী ৩০ জুন তার চুক্তির মেয়াদ শেষ হবে। তাকে দলে ভেড়াতে চেষ্টা করছে সৌদি আরবের ক্লাব আল নাসর ও আল হিলাল। কিন্তু মেসি মায়ামিতে যোগ দেওয়ায় ৩৪ বছর বয়সী বুসকেটসও এখন সেখানে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন।

ক্যাম্প ন্যুতে মেসি ও বুসকেটস এক দশকেরও বেশি সময় একসঙ্গে খেলেছেন। তারা দুজন ভালো বন্ধুও। নিয়মিত যোগাযোগ রাখছেন একজন অন্যজনের সঙ্গে। তবে মেসি জানিয়েছেন, বুসকেটসের মায়ামিতে যাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। এটার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে মেসি বলেছেন, ‘মিডিয়া বলছিল আমি বুসকেটসের সঙ্গে সৌদি আরব যাচ্ছি। আসলে প্রত্যেকে তার নিজের ভবিষ্যত দেখে। আমিও দেখছি। সেও দেখছে। কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, বুসকেটস তার সিদ্ধান্ত নিবে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
সর্বশেষ সংবাদ
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে