, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


চট্টগ্রামে তেলের জাহাজে বিস্ফোরণ ও আগুনে প্রাণ গেল তিনজনের

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০৫:২১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০৫:২১:০১ অপরাহ্ন
চট্টগ্রামে তেলের জাহাজে বিস্ফোরণ ও আগুনে প্রাণ গেল তিনজনের
এবার চট্টগ্রামে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ তেলের জাহাজে বিস্ফোরণ ও ভয়াবহ আগুনের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে নিহতরা হলেন, ওয়ার্কশপ অটো মেকানিক নুরুল ইসলাম, ড্যাক ক্যাডেট সৌরভ সাহা, মেকানিক্যাল ফিটার হারুন অর রশিদ। এদিকে, জাহাজে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে পতেঙ্গার তেলের ডিপো এলাকায় সকাল পৌনে এগারোটার দিকে জাহাজটিতে আগুন লাগে। সম্মিলিতভাবে আগুন নেভাতে কাজ করছে নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস। জাহাজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছে নৌবাহিনী।

এদিকে পতেঙ্গার তেলের ডিপো এলাকায় তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ এবং আগুনে কয়েকজন হতাহত হলেও বড় ধরনের বিপর্যয় থেকে সব তেলের স্থাপনা রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস