, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


নতুন ছাত্র উপদেষ্টা পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০২:৩৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০২:৩৬:২৬ অপরাহ্ন
নতুন ছাত্র উপদেষ্টা পেল ইসলামী বিশ্ববিদ্যালয়
এবার ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যক্তিগত কারণ দেখিয়ে ছাত্র উপদেষ্টার দায়িত্ব থেকে ইস্তফা নিলে নতুন করে ছাত্র উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামকে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার এই তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে অফিসে আদেশের মতে, পূর্বের ছাত্র উপদেষ্টার পদত্যাগ পত্র ২৮ সেপ্টেম্বর গৃহীত হয়। একই তারিখের অপরাহ্ন থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আগামী ১ বছরের জন্য ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এবং এই দায়িত্ব পালনের জন্য নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে পদত্যাগপত্র জমা দেয় সাবেক ছাত্র উপদেষ্টা। দীর্ঘ ৩৪ দিন পর নতুন করে ছাত্র উপদেষ্টা পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস