, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বাড়লো একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময়সীমা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ০৯:০০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ০৯:০০:৩১ অপরাহ্ন
বাড়লো একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময়সীমা
অবশেষে চলতি ২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরও ৮ দিন সময় বাড়ানো হয়েছে রেজিস্ট্রেশনের জন্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

এদিকে শিক্ষা বোর্ডগুলোর অধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে আগামী ৮ অক্টোবর বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সাবমিট করার কাজ সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সর্বশেষ সংবাদ
রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ যাচ্ছে তালেবান 

রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ যাচ্ছে তালেবান