, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা, নেই সাকিব

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ০৭:৫৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ০৭:৫৯:৪৮ অপরাহ্ন
ভারতের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা, নেই সাকিব
এবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সাকিব আল হাসানের শূণ্যস্থান পূরণে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে সর্বশেষ গত বছরের জুলাইয়ে খেলেছেন।

এছাড়া চমক হিসেবে রাখা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও রাকিবুল হাসান। তবে সৌম্য সরকার বাদ পড়েছেন। 

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাজম‍ুল শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও রাকিবুল হাসান।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া