এবার চমক রেখে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের ঘোষিত দলে নতুন মুখ রয়েছেন একজন। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এদিকে ঘোষিত দলে সবচেয়ে বড় চমক তারকা পেসার জাসপ্রিত বুমরাহর না থাকা। ওয়ার্ক লোড কমাতে এ পেসারকে দেয়া হয়েছে বিশ্রাম। সেই সঙ্গে তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন কলকাতা নাইটরাইডার্সের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। দলে নতুন মুখ আইপিএলে লক্ষনৌর হয়ে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদব। গত আইপিএলের এই ফাস্ট বোলার কক্ষচ্যুত হন হ্যামস্ট্রিং চোটে পড়ে। ডাক পেয়েছেন অলরাউন্ডার নিতীশ কুমার রিড্ডীও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দেয়ায় দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা। সেই সঙ্গে নেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড়। দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান সূর্যকুমার যাদবের হাতে।
সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে এসেছে ৬ পরিবর্তন। হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার ব্যতিত সেভাবে কোনও সিনিয়র ক্রিকেটারকে রাখা হয়নি স্কোয়াডে। বলা যায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তরুণ প্রজন্মের ওপর ভরসা রেখেছে বিসিসিআই।
ভারতীয় টি-টোয়েন্টি দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদিপ সিং, হারসিত রানা ও মায়াঙ্ক যাদব।