, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিব বা তাঁকে নয়, মুশফিককে আদর্শ মানতে বললেন তামিম

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ১২:৪০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৪ ১২:৪০:৪১ অপরাহ্ন
সাকিব বা তাঁকে নয়, মুশফিককে আদর্শ মানতে বললেন তামিম
এবার বৃষ্টির বাগড়ায় কানপুরে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে আজ দ্বিতীয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখন পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি। ড্রেসিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করে হোটেলে ফিরে গেছে দুদল।

এসবের মাঝেই লাইভ ব্রডকাস্টের সরাসরি ধারাভাষ্যে এসেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেন তিনি। সাবেক এ ওপেনারের মতে, সাকিব বা তিনি নন, আদর্শ মানলে মুশফিককেই মানা উচিত।

সম্প্রতি কানপুর টেস্টের আগে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের দিনক্ষণ ঠিক করে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডার জানিয়েছেন, ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে জায়গা পেলে সেটাই হবে লাল বলের ক্রিকেটে তাঁর শেষ অধ্যায়। তবে নিরাপত্তা নিয়ে একটু শঙ্কার কথা জানিয়ে রাখায় ঘরের মাঠের সিরিজে তাঁর থাকা না থাকা নিয়ে একটু অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কানপুরেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা হবে সাকিবের।

এদিকে দীর্ঘ প্রায় দেড় যুগের টেস্ট ক্যারিয়ারে অনেক কীর্তি নিজের নামের পাশে যোগ করেছেন সাকিব। ৭১ টেস্টে বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৪৬০০ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে নিয়েছেন সর্বোচ্চ ২৪২ উইকেট। বর্তমানে টেস্টে আইসিসির অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়েও আছেন দুই নম্বরে। এর আগে শীর্ষস্থানেও ছিলেন দীর্ঘদিন।

এমন ক্যারিয়ারের সাকিবের চেয়েও মুশফিককে টেস্টে এগিয়ে রেখেছেন তামিম। এগিয়ে রেখেছেন নিজের চেয়েও। ব্যাখ্যায় এই ওপেনার টেস্ট ক্রিকেটের জন্য মুশফিকের নিবেদন ও পরিশ্রমের কথা বলেছেন, ‘আমার কথা বলতে পারেন, সাকিবের কথাও বলতে পারেন। কিন্তু আপনি যদি (টেস্টে) কাউকে আদর্শ মানতে চান, আমি দৃঢ়ভাবে মনে করি, সেটা হওয়া উচিত মুশফিককে।’

এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯২টি টেস্ট খেলেছেন মুশফিক। রানের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে ডানহাতি এ ব্যাটসম্যান। লাল বলের ক্রিকেটে ৩৮.৬৮ গড়ে দেশের পক্ষে সর্বোচ্চ ৫৯১৯ রান করেছেন মুশফিক। অন্যদিকে এ তালিকার দুইয়ে থাকা তামিম ৭০ টেস্টে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী