, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হিন্দু ছাত্রীদের হিজাব পরতে বলার অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৪ ০৪:১০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৪ ০৪:১০:০৭ অপরাহ্ন
হিন্দু ছাত্রীদের হিজাব পরতে বলার অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত
এবার রংপুর শহরের মোসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হিন্দু ছাত্রীদের হিজাব পরে স্কুলে আসার নির্দেশের অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। কয়েকজন ছাত্রী গত বুধবার এ বিষয়ে প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেলে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাংবাদিকদের জানান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

বৃহস্পতিবার তিনি জানান, মোসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক হিন্দু সম্প্রদায়ের ছাত্রীদের হিজাব পরার কথা বলেছিলেন। এ নিয়ে স্কুলে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ফলে এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফিজুর রহমান ও ধর্ম বিষয়ের শিক্ষক মোস্তাফিজার রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে দুই শিক্ষকই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। জানা গেছে, সম্প্রতি স্কুলের অ্যাসেম্বলিতে প্রধান শিক্ষক ও ধর্মের শিক্ষক মুসলিম মেয়েদের পাশাপাশি হিন্দু মেয়েদেরও হিজাব পরে স্কুলে আসার নির্দেশ দেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করে।

তারা এ নিয়ে গত বুধবার স্কুল ক্যাম্পাসে প্রতিবাদ জানায়। এ নিয়ে স্কুলের পাশাপাশি স্থানীয়ভাবেও উত্তেজনা তৈরি হয়। পরে স্কুল ব্যবস্থাপনা কমিটি, রাজনৈতিক নেতা, হিন্দু সম্প্রদায়ের নেতা ও অভিভাবকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোফিজুর রহমান বলেন, ‘আমার স্কুলে মেয়েদের হিজাব পরা নিয়ে যে ঘটনা ঘটেছে এটি একটি ষড়যন্ত্র।

আমরা অ্যাসেম্বলিতে বলেছিলাম, মেয়েরা তোমরা স্কুল ড্রেসের সঙ্গে স্কার্ফ পরে আসবে। আমরা কখনো হিজাব পরার কথা বলিনি।’ ঘটনার সুষ্ঠু তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সর্বশেষ সংবাদ