, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উত্তরায় ভবনের সেপটিক ট্যাংক থেকে বিপুল বিদেশি মদ উদ্ধার

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৪ ০৩:৩৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৪ ০৩:৩৮:৫৭ অপরাহ্ন
উত্তরায় ভবনের সেপটিক ট্যাংক থেকে বিপুল বিদেশি মদ উদ্ধার
এবার রাজধানীর উত্তরায় একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি ভবনে অভিযান পরিচালনা করা হয়। ওই ভবনে কিং ফিসার রেস্টুরেন্ট অবস্থিত। ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকারের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। অভিযানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের এক হাজার ২০৮ বোতল মদ ও ৮৫৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।

শামীম আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- মো. এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০)। এছাড়া একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

এদিকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু