, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৪ ০২:৫৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৪ ০২:৫৩:০২ অপরাহ্ন
বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার
এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের আগে মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, মসজিদে প্রবেশের পথে পর্যাপ্ত পরিমাণ পুলিশ দায়িত্ব পালন করছে। নামাজে আগত মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। সেই সঙ্গে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে খিলগাঁও জোনের এসি পেট্রোল কাজী ওয়াজেদ গণমাধ্যমকে বলেন, আজকে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম নেই। তারপরও আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কারণ, গত শুক্রবার একটা ঝামেলা হয়েছে।

তিনি আরও বলেন, ভারতে মহানবিকে (সা.) কটূক্তির প্রতিবাদে হয়তো এখানে বিক্ষোভ মিছিল হতে পারে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সে কারণে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
সর্বশেষ সংবাদ