, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ১০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


গুলশান থেকে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৪ ১০:২১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৪ ১০:২১:১৯ পূর্বাহ্ন
গুলশান থেকে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেফতার
এবার সাবেক এমপি ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশানে অভিযান চালানো হয়। সেই অভিযানে সাবেক এমপি ও শিল্পমন্ত্রী  নূরুল মজিদ গ্রেফতার হন।

জানা যায়, গত ৪ আগস্ট, নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। সেই ঘটনায় দায়েরকৃত ‘আক্রমণ ও হত্যা’ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তার বাবার গ্রেফতারের বিষয়টি জানান।

উল্লেখ্য, এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা ২০০ ছাড়াল

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা ২০০ ছাড়াল