, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ছাত্রলীগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০৮:১১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৮:১১:১৪ অপরাহ্ন
ছাত্রলীগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন
এবার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে বুয়েট শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

এদিকে বুয়েটের ১৯তম ব্যাচের একদল শিক্ষার্থী এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। বিকেল ৪টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বুয়েটের উপাচার্যের সঙ্গে দেখা করে তাদের দাবিগুলো উপস্থাপন করেন।

শিক্ষার্থীরা জানান, সোমবার রাতে অভিযুক্ত দুজন শিক্ষার্থী হলে উঠলে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তীব্র ক্ষোভ থেকে সোমবার মধ্যরাতেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, ছাত্রলীগকে বুয়েটে পুনর্বাসনের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন অভিযুক্তরা। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দিয়ে শিক্ষাজীবন ব্যাহত করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

বুয়েট শিক্ষার্থীরা আরও জানান, গত মার্চে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গভীর রাতে বুয়েটে অনুপ্রবেশের কারণে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছিলেন। ওই সময় প্রায় দেড় মাস বুয়েটে অচলাবস্থা ছিল। খুনিদের পুনর্বাসন ও ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টিতে যারা কাজ করেছিল, তাদের শাস্তির আওতায় না এনে ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদেই এই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১৬ নম্বর ধারা অনুযায়ী একটি খসড়া আছে, যেখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্রকল্যাণ পরিদপ্তরের অনুমতি ছাড়া কোনো ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত হওয়া যাবে না এবং কোনো কার্যক্রম চালানো যাবে না। কিন্তু এসবের সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু, যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস  

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু, যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস