, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


যৌথ বাহিনীর অভিযানে ২ যুবদল কর্মী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০৫:০৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৫:০৮:০০ অপরাহ্ন
যৌথ বাহিনীর অভিযানে ২ যুবদল কর্মী গ্রেপ্তার
এবার ফেনীর সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডাকবাংলো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
এদিকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম প্রকাশ কুত্তা সেলিম। তারা সোনাগাজী উপজেলা যুবদলের কর্মী বলে জানা গেছে।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে উপজেলার পৃথক স্থানে গ্রেপ্তার দুই যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ ওঠে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ডাকবাংলো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে।

এ ছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু, যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস  

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু, যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস