, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমার মা ছিলেন গৃহকর্মী, বাসি রুটি-সবজি খেয়ে বড় হয়েছি: ভারতী সিং

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০৪:৩৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৪:৩৫:১৩ অপরাহ্ন
আমার মা ছিলেন গৃহকর্মী, বাসি রুটি-সবজি খেয়ে বড় হয়েছি: ভারতী সিং
এবার খুব অল্প বয়সেই বেঁচে থাকার লড়াই শুরু হয় কমেডিয়ান অভিনেত্রী ভারতী সিংয়ের। ছোট থাকতেই বাবাকে হারানোর পর গৃহকর্মীর কাজ শুরু করেন তার মা। অন্যের বাড়িতে বেঁচে যাওয়া ভাত-রুটির অপেক্ষায় থাকতে হতো তাদেরকে। তবে বেঁচে থাকার জীবনযুদ্ধে হার না মেনে অবশেষে জয়ী হয়েছেন তিনি।

বর্তমানে কোটি কোটি টাকার মালিক ভারতী। এমনকি অর্থের সঙ্গে তারকা খ্যাতিও অর্জন করেন তিনি। প্রতিভাগুণে সবার মন জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শোবিজ ইন্ডাস্ট্রিতে। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, বর্তমানে ২৫ থেকে ৩০ কোটি টাকার সম্পত্তির মালিক ভারতী। রয়েছে নিজস্ব বাড়ি-গাড়ি। স্বামী হর্ষ লিম্বাচিয়া ও ছেলে গোলাকে নিয়ে সুখেই সংসার করছেন এই তারকা।

এদিকে বলিউডে শক্ত অবস্থান তৈরি করলেও নিজের সংগ্রাম এবং অতীত অধ্যায় বলতে কখনও পিছপা হন না ভারতী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, অনেকে সময় এমনও হয়েছে যে, অর্ধেক আপেল খাওয়ার পর বাকিটুকু ডাস্টবিনে ফেলে দিচ্ছে। তখন মনে হতো সেই আপেলটুকু বের করে খেয়ে নেই। আমরা এতটাই গরীব ছিলাম।
 
ভারতী আরও বলেছিলেন, কখনও কোনো উৎসব আসলে আমার মন আরও খারাপ হতো। এলাকার অন্য সব ছেলে-মেয়েরা বাজি ফাটাত। আর আমরা সেখানে গিয়ে হাত তালি দিতাম, যাতে সবাই মনে করে ওই বাজিটা আমার, আমিই জ্বালিয়েছি।

এদিকে কমেডিয়ান অভিনেত্রী বলেন, মা অন্যের বাড়িতে কাজ করতেন আর আমি বসে থাকতম। মা টয়লেট পরিষ্কার করতেন। যে বাড়িতে কাজ করতেন সেখান থেকে বেঁচে যাওয়া রুটি-সবজি দিতো মাকে, আর সেই বাসি রুটি ছিল আমাদের কাছে টাটকা খাবার। সেই খাবার পাওয়ার পর ভীষণ খুশি হতাম আমরা।
সর্বশেষ সংবাদ