, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


মেসির এক ঘোষণায় ফলোয়ার কমছে পিএসজির, মিয়ামির বেড়েছে ৩৫ লাখ

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৩ ০৪:৫৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৩ ০৪:৫৪:৫৭ অপরাহ্ন
মেসির এক ঘোষণায় ফলোয়ার কমছে পিএসজির, মিয়ামির বেড়েছে ৩৫ লাখ
এবার প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার ঘোষণা দেওয়ার পর ক্লাবটি টের পেয়েছে লিওনেল মেসির ওজন। কয়েক ঘণ্টার ব্যবধানে ক্লাবের ইন্সটাগ্রাম ফলোয়ার কমে গেছে দশ লাখেরও বেশি। এবার মেসির প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্র ফুটবলে। ইন্সটাগ্রামে ১২ ঘণ্টায় ফলোয়ার বেড়েছে ৩৫ লাখ।
 
গত কয়েক সপ্তাহের গুঞ্জনের অবসান ঘটিয়ে গতকাল ইন্টার মিয়ামির হয়ে খেলার ঘোষণা দেন মেসি। এই ঘোষণার পরপরই বেড়ে গেছে ইন্টার মিয়ামির টিকিটের দাম। তাও কিনা এক লাফে এক হাজার শতাংশের বেশি! ইন্টার মিয়ামির জার্সিতে মেসির সম্ভাব্য ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ।

এদিকে পিএসজির সঙ্গে মেসির চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হবে ৩০ জুন। এরপর ১ জুলাই থেকে তিনি ইন্টার মিয়ামির হয়ে যাবেন। ডেভিড বেকহামের ক্লাবের সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তি অবশ্য এখনও হয়নি। তবে যে কোনো সময় সেটা হয়ে যেতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুলাই ইন্টার মিয়ামির হয়ে মাঠে দেখা যেতে পারে আর্জেন্টাইন তারকাকে।
 
যুক্তরাষ্ট্রের সকার লিগে ঘরের মাঠে সেদিন ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে ইন্টার মিয়ামি। গত মঙ্গলবার পর্যন্ত সেই ম্যাচের টিকিটের মূল্য ছিল ২৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৩১৩২ টাকা। গতকাল মেসির এক ঘোষণাতেই টিকিটের মূল্য বেড়ে বেড়ে যায় ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩২৯ ডলারের মূল্য যা ৩৫,৫৪৪ টাকা। টিকিটের মূল্য বৃদ্ধির এ তথ্য জানিয়েছে নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান টিকপিক।
সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া