, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ , ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না

  • আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১১:১১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৪ ১১:১১:০১ পূর্বাহ্ন
হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না
এবার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে তিনি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ।
 
তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এদিকে মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব।

এদিকে দলটির সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসিনা সরকারের শাসনামলে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে প্রথমে গুম করে পরে গ্রেপ্তার দেখানো হয়। সে সময় তিনি মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেন।

কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সে সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। কিন্তু হাসিনা সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠান। এছাড়া কারামুক্ত হবার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয়। এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি।
সর্বশেষ সংবাদ
হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না