, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সুদ থেকে মুক্তি পেতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জীবন দিলেন আব্দুল জব্বার

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ১১:২৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৪ ১১:২৯:৪১ পূর্বাহ্ন
সুদ থেকে মুক্তি পেতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জীবন দিলেন আব্দুল জব্বার
এবার খুলনায় সুদের জাল থেকে মুক্তি পেতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার (৫৬)। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশনের মধ্যবর্তী মুক্তেশ্বরী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল জব্বার যশোর শহরের নতুন খয়েরতলা এলাকার বাসিন্দা। খুলনার ডুমুরিয়া উপজেলার বরুণা গ্রামের মৃত ইমান আলী ফকিরের ছেলে তিনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২টা থেকে আব্দুল জব্বার মুক্তিশ্বরী রেলগেট এলাকার একটি চায়ের দোকানে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। বিকেল ৫টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তার কোমর থেকে শরীর দ্বিখন্ডিত হয়ে যায়। নিহতের পাশে পড়ে থাকা তার ফাইলে ভোটার আইডি কার্ড ও নিজ হাতে লেখা সুইসাইড নোট পুলিশ উদ্ধার করে।

জানা গেছে, যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর সভার প্রশাসক বরাবর লিখিত সুইসাইড নোটে তার আত্মহত্যার মূল কারণ হিসাবে ঋণ ও সুদের জালে জর্জরিত বলে উল্লেখ রয়েছে। নয় ব্যক্তির কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা ঋণ নিয়ে মাসিক ৪০ হাজার টাকা সুদ দিতে হতো তাকে। সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় বলে উল্লেখ রয়েছে।

এদিকে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে খুলনা জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দেশ সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সতর্ক থাকতে হবে: উপদেষ্টা নাহিদ

দেশ সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সতর্ক থাকতে হবে: উপদেষ্টা নাহিদ