, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


অপটিক্যাল ফাইবার পুড়ে যাওয়ায় রাঙামাটিতে ব্রডব্যান্ড সেবা বন্ধ

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ০৮:৩৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৪ ০৮:৩৯:২৭ পূর্বাহ্ন
অপটিক্যাল ফাইবার পুড়ে যাওয়ায় রাঙামাটিতে ব্রডব্যান্ড সেবা বন্ধ
এবার রাঙামাটি শহরে সহিংসতার ঘটনায় অপটিক্যাল ফাইবারের ক্যাবল আগুনে পুড়ে গেছে। এতে করে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যক্রম। অবশ্য সেখানে বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক রয়েছে। 

এদিকে ইন্টারনেট ব্যবহারকারী মো. সাহাবুদ্দিন বলেন, ওয়াইফাইয়ের ওপর ভিত্তি করে পরিবারের সবাই ইন্টারনেট চালায়। নেট বন্ধ থাকায় শহরে কী হচ্ছে কিছুই জানতে পারছি না।
 
ইয়েস নেটের পরিচালক মো. শাহীন বলেন, সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ফাইবার অপটিকের ক্যাবল পুড়ে যায় এবং ইন্টারনেট সেবা ব্যাহত হয়। নেট দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, সহিংসতা এড়াতে শুক্রবার দুপুর ১টা থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে নিজেদের সতর্ক ও নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা। শহরে টহল দিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। 

এদিকে রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানিয়েছেন, ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
আরও যতদিন থাকতে পারে গরম

আরও যতদিন থাকতে পারে গরম