, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আইসিসির শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০২:১২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০২:১২:৪৭ অপরাহ্ন
আইসিসির শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ
এবার চেন্নাই টেস্টের শুরুটা বাংলাদেশের বেশ ভালো হয়েছিল। তবে প্রথম দিনের শেষটা যদিও ভালো হয়নি। রোহিত শর্মা, বিরাট কোহলিদের অল্প রানে ফিরিয়ে দিলেও রবিচন্দ্রন অশ্বিন শতরান করেন। রান করেন রবীন্দ্র জাদেজাও। কিন্তু চেন্নাই টেস্টের প্রথম দিনে মাত্র ৮০ ওভার বল করেছে বাংলাদেশ। যা বিপদে ফেলতে পারে নাজমুল হাসান শান্তদের।
 
আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা হয়। সময়ের মধ্যে যতগুলো ওভার কম করবে একটি দল, তত পয়েন্ট কাটা হবে। বাংলাদেশ প্রথম দিনে ৮০ ওভার বল করে। টেস্টে প্রতি দিন ৯০ ওভার বল করা হয়।

কিন্তু ৩০ মিনিট অতিরিক্ত খেলা হলেও বাংলাদেশ নির্দিষ্ট ওভার শেষ করতে পারেনি। যে প্রসঙ্গে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, ‘৩০ মিনিট অতিরিক্ত খেলা হল। তাতেও বাংলাদেশ ৮০ ওভারের বেশি বল করতে পারল না। এটা মেনে নেয়া যায় না।’
 
এদিকে ৮০ ওভারের মধ্যে বাংলাদেশের পেসারেরা ৫০ ওভার বল করেছেন। তিন স্পিনার মিলে ৩০ ওভার করেছেন। পেসারদের বল করতে সময় লেগেছে। সেই কারণেই বাংলাদেশ প্রথম দিনে ৯০ ওভার শেষ করতে পারেনি। গোটা টেস্টে যদি মন্থর ওভাররেট থাকে তা হলে পয়েন্ট কাটা হবে বাংলাদেশের। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলেরও মন্থর ওভাররেটের কারণে পয়েন্ট কাটা গিয়েছিল।
দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা