, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেসির এক ঘোষণায় ইন্টার মিয়ামির তিন হাজারের টিকেট এখন ৩৫,৫০০ টাকা

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৩ ০২:২২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৩ ০২:২২:১৪ অপরাহ্ন
মেসির এক ঘোষণায় ইন্টার মিয়ামির তিন হাজারের টিকেট এখন ৩৫,৫০০ টাকা
গত মঙ্গলবার পর্যন্ত মিয়ামির ২১ জুলাইয়ের ম্যাচের টিকেট ছিল ২৯ ডলার (৩,১৩৩ টাকা)। মেসির এক ঘোষণায় এখন সেই টিকেটের দাম ১০৩৪% বেড়ে করা হয়েছে ৩২৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫,৫৪৪ টাকা।  আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

এখনো ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হয়নি। তবে জানা গেছে, এ মাসেই পিএসজির পাঠ চুকিয়ে আগামী জুলাইয়ে মিয়ামিতে যোগ দেবেন তিনি। ক্লাব বদলের নানা জল্পনার মধ্যেই গতকাল বুধবার ৭ জুন এক সাক্ষাৎকারে মেসি জানান, তিনি ইন্টার মায়ামিতে যোগ দেবেন। আজ বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মেসির এই ঘোষণায় মিয়ামির দর্শক যেন হু হু করে বাড়ছে।

আগামী ২১ জুলাই মিয়ামিতে প্রথম ম্যাচ খেলতে পারেন মেসি। সেই ম্যাচে ঘরের মাঠে ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মায়ামি। গত মঙ্গলবার পর্যন্ত সেই ম্যাচের টিকেট মূল্য ছিল ২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। মেসির এক ঘোষণায় এখন সেই টিকেটের দাম ১০৩৪% বেড়ে করা হয়েছে ৩২৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫,৫৪৪ টাকা।
 
এদিকে নিউইয়র্কের টিকেটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক এই তথ্য জানিয়েছে। মেজর লিগ সকারে মেসির প্রথম ম্যাচে এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ হতে পারে বলে জানিয়েছেন টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন। 

তিনি রয়টার্সকে বলেছেন, “মেসির মুখ থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথাটা শোনার পর থেকেই ইন্টার মায়ামির ম্যাচের টিকেটের দাম তাৎক্ষণিকভাবে লাফিয়ে বাড়ছে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি যতবার মায়ামির হয়ে খেলবে আমরা ততবারই নতুন টিকেট বিক্রির রেকর্ড গড়ব।”
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ