এখন ভারতের চেন্নাইয়ে চলছে বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে মাঠে তেমন একটা দর্শক দেখা যায়নি। তবে মাঠে গিয়েছিলেন বাংলাদেশ দলের সমর্থক রবিউল ইসলাম রবি (টাইগার রবি)। কিন্তু আজ চেন্নাই টেস্টের প্রথম দিনেই এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তিক্ত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে।
এদিকে চেন্নাইয়ের দর্শকের বিরুদ্ধে টাইগার রবির অভিযোগ, গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকেরা রবিকে স্টেডিয়াম ছাড়তে বাধ্য করেছেন! সকালে যখন টাইগার পেসারদের তোপে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ চূর্ণ-বিচূর্ণ, তখন বাংলাদেশকে সমর্থন জানিয়ে গ্যালারিতে উচ্চস্বরে ‘বাংলাদেশ–বাংলাদেশ’ স্লোগান দিতে থাকেন টাইগার রবি। তখনই ভারতীয় সমর্থকদের রোষানলে পড়েন রবি। স্বাগতিক দর্শকদের প্রশ্নবিদ্ধ আচরণে না টিকতে পেরে লাঞ্চের আগেই মাঠ থেকে বেরিয়ে যান তিনি।
এদিকে মাঠ থেকে বের হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রবিউল ইসলাম রবি (টাইগার রবি)। এক পর্যায়ে তিনি বলেন, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। মাঠ থেকে বেরিয়ে একটি গণমাধ্যকে ভারতে নিজের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে টাইগার রবি বলেন, রাস্তায় আমি হাঁটতে গেলে আমাকে মওকা মওকা বলে গালি দেয়। আমি হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দিচ্ছে সেটা কিছুই বুঝি না। একজন বাঙালি ছিল তিনি বলেছেন আপনাকে খারাপ ভাষায় গালি দিচ্ছে।
আমাকে মারতে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে টাইগার রবি বলেন, আমাকে পতাকা উড়াতে দেয় না। আমি দেখিয়েছি আমি টিকিট নিয়ে এসে মাঠে ঢুকেছি। আমিও আইসিসি ফ্যামিলি মেম্বার। তারপরও আমি টিকিট দিয়ে ঢুকেছি। মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছে। বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশে আমার ও শোয়েবের টিকিট লাগে না। তারপরও আমি আইনকে সম্মান করি। টিকিট দিয়ে ঢোকার পরও সেই ইজ্জত পাইনি।
ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু উল্লেখ করে এ টাইগার সমর্থক আরও বলেন, তারা কোনোদিন বাংলাদেশের ভালো চায় না। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। আমি সিকিউরিটির কাছে সাহায্য চেয়েছি কিন্তু পাইনি। কিন্তু তারা বাংলাদেশে গেলে অনেক সাহায্য করি, সুধীরকেও করি। তারা আমার মা-বোন তুলে গালাগালি করেছে। তারা বলে বাংলাদেশের সব খেলোয়াড়রা নাকি আমার বাপ।
এদিকে বাংলাদেশের লোকজন আমার সঙ্গে আছে জানিয়ে টাইগার রবি বলেন, আমি লাল-সবুজের পতাকা উড়াবোই, তাতে যদি আমার বুকে গুলিও চালায়। আমি সহ্য করতে না পেরে একটা সময় বলেছি, আমি আমার মার দোয়া নিয়ে এসেছি, আপনারা গুলি চালান, গুলি চালান, তবুও আমার পতাকা উড়ানো থামবে না। যদি তারা গুলি চালায় চেন্নাইয়ের মাঠে আমি পতাকা উড়াবোই। যে কোনো কিছুর বিনিময়ে।
বাংলাদেশবাসীর কাছে আবেদন জানিয়ে টাইগার রবি বলেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জয়টা নিয়ে ফিরতে পারি। এতে আমার কোনো দুঃখ-কষ্ট থাকবে না। মাইর খেলেও দুঃখ থাকবে না। মরে গেলেও কোনো দুঃখ নেই। দেশের জয় চাই।সবশেষে তিনি বলেন, বাংলাদেশ সর্বকালের সেরা দল করেছে। আম্পায়ার দুটি কল দেয়নি। আমরা ১৩ জনের বিপক্ষে খেলছি। পুরো ভারতের বিপক্ষে খেলছি। আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।