কোন ম্যাচে যখন ব্যাটাররা থিতু হয়ে যান যখন ব্যাটারদের মনসংযোগে চিড় ধরাতে ও নিজ দলের খেলোয়াড়দের মনোবল ফেরাতে রাখ পেছনে থাকা উইকেটরক্ষক নানা কথাবার্তা বলে থাকেন। যেখানে থাক স্লেজিং, রসিকতাও। অনেক সময় সেগুলো পিচ মাইক্রোফোনের মাধ্যমে চলে আসে টিভি স্ক্রিনের সামনে থাকা ক্রিকেটপ্রেমীদের কানেও। যা নিয়ে অনেকেই মজাও করেন।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। যেখানে ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম দিনের খেলা। যেখানে প্রথম দুই সেশনে ভারত ব্যাকফুটে থাকলেও জাদেজা-অশ্বিনের ব্যাটে দিনের শেষটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। অশ্বিন ১০২ রানে ও জাদেজা ৮৬ রানে অপরাজিত আছেন।
এদিকে চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে চেন্নাইয়ের মাঠে ঘটেছে একটি ছোট্ট ঘটনা। যেটি হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস ও ভারতের উইকেটরক্ষক রিশভ পন্তের মধ্যে। যদিও এটিকে খুনসুটি হিসেবেই ধরা যায়। দু’দলের দুই উইকেটক্ষেক ২২ গজে তর্কে জড়িয়ে যান ম্যাচের মধ্যেই। তবে তা ছিল মধুর।
এ ঘটনাটি ঘটে ৩৪ রানে ভারতের ৩ উইকেট তুলে নেয়ার পর পন্ত ব্যাটিংয়ে নামলে। চতুর্থ উইকেটে যশস্বী জয়সোয়ালের সঙ্গে পন্ত নেমে গড়েন ৬২ রানের জুটি। ইনিংসের ১৬তম ওভারে জয়সোয়াল গালিতে বল ঠেলে দ্রুত রান নিতে চেয়েছিলেন। পন্ত অবশ্য তার ডাকে সাড়া দেননি। এ সময় স্টাম্প লক্ষ্য করে বাংলাদেশের ফিল্ডারের করা থ্রো পন্তের প্যাডে লেগে চলে যায় মিডউইকেটে।
এতে করে পন্ত রান নিতে চাইলে লিটনকে তাকে কিছু একটা বলেতে দেখা যায়। পিচ মাইক্রোফোনে শোনা যায় লিটনের কথার উত্তরে পন্ত বলেন, ‘তুমি আমাকে এসব বলছ কেন, পারলে তোমার ফিল্ডারকে বলো। সে কেন আমার দিকে বল ছুড়েছে। ’লিটনকেও পাল্টা বলতে শোনা যায়, ‘সে তো তোমার শরীরে মারেনি।’ লিটনের এ কথাও মাটিতে পড়তে দেননি পন্ত। তিনি বলেন, ‘তাহলে আমিও তো রান নেব।’ যদিও শেষ পর্যন্ত এ নিয়ে তর্ক বেশিদূর গড়ায়নি। কিংবা মাঠের আম্পায়ার ও অধিনায়কদেরও তা থামাতে আসতে হয়নি।