, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চট্টগ্রাম বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ যাত্রী আটক

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৪:৫৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০৪:৫৬:৪৬ অপরাহ্ন
চট্টগ্রাম বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ যাত্রী আটক
এবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মো. জাকির হোসেন। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম ওই যাত্রীকে বিমানের ভেতর থেকে আটক করে। জানা যায়, তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়। ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৩ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে তার চট্টগ্রাম ছাড়ার কথা ছিল।

এদিকে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ওই যাত্রীর কাছ থেকে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩০ টাকা দরে ২ কোটি ৩১ লাখ টাকা), ৪৬ হাজার দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩ লাখ ৮০ হাজার টাকা) উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস