, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশে ভারতের রপ্তানিতে বড় পতন, শুধু আগস্ট মাসেই কমেছে ২৮ শতাংশ

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৪:১৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৪:১৪:৫৫ অপরাহ্ন
বাংলাদেশে ভারতের রপ্তানিতে বড় পতন, শুধু আগস্ট মাসেই কমেছে ২৮ শতাংশ
এবার বাংলাদেশে ভারতের রপ্তানিতে বড় পতন হয়েছে। শুধু আগস্ট মাসে রপ্তানির পরিমাণ ২৮ শতাংশ কমেছে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে এসব তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, গত মাসে বাংলাদেশে ৬৮ কোটি ১০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত। তবে গত বছরের আগস্টে এর পরিমাণ ছিল ৯৪ কোটি ৩০ লাখ ডলার। মূলত বাংলাদেশে ছাত্র আন্দোলন ও সংঘাতের কারণে বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর এমনটা হয়েছে।

তবে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রিসিল বলছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি ভারতের বাণিজ্যের ওপর তেমন প্রভাব ফেলেনি। কিন্তু এই দেশে অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা ভারতের কিছু রপ্তানিমুখী শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতির কারণ হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বাংলাদেশে সবচেয়ে বেশি তুলা রপ্তানি করে ভারত। তবে গত মাসে ভারতের তুলা রপ্তানি প্রায় ১০ শতাংশ কমেছে। আগস্টে তুলা রপ্তানির পরিমাণ ছিল ১০০ কোটি ডলার। যদিও গত বছরের আগস্টে ১১১ কোটি ডলার রপ্তানি করেছে দেশটি। এ ছাড়া বাংলাদেশে পোশাক রপ্তানির ক্রয়াদেশ হ্রাসের প্রভাব ভারতের বস্ত্রশিল্পে পড়েছে। পোশাক শিল্পের কাঁচামাল বাংলাদেশে রপ্তানি করে ভারত।

এদিকে ক্রিসিল জানায়, ভারতের করপোরেট জগতের ঋণমানের ওপর অতি নিকটে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে এই বিষয় ও বাংলাদেশি টাকার মান কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে নজর রাখা দরকার হবে বলেও মনে করে প্রতিষ্ঠানটি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস