এবার ভারতের আদানী পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ আবারও স্বভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ।
এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম আলম বকসী ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মাসুম আলম বকসী জানান, গতকাল বুধবার দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুরে ক্ষণস্থায়ী একটি টর্নেডোর কারণে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। পরে কয়েক ঘণ্টার মধ্যেই সঞ্চালন লাইন মেরামত করা হয়।
ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কয়লা চালিত কড্ডা কেন্দ্রর একটি ইউনিট থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে।
এদিকে আদানি গ্রুপ শুধু বাংলাদেশে বিক্রির জন্য ঝাড়খন্ডে কয়লা ভিত্তিক ১৬০০ মেগাওয়াটের একটি কেন্দ্র বসিয়েছে।