এবার নির্বাচনে যে দল জয়ী হবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা পরিষদ প্রয়োজনীয় কিছু সংস্কার করেই নির্বাচন দেবে। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর কোনো উপদেষ্টার সম্পদ একটুও বাড়বে না। এজন্য উপদেষ্টাদের জন্য সম্পদ বিবরণীর ফরম তৈরি করা হয়েছে। সবাই সেখানে হিসাব দেবে এবং দায়িত্ব ছাড়ার পর সম্পদ একটুও বাড়বে না বলে কথা দিচ্ছি।’
এ সময় সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সবার সহযোগিতাও কামনা করেন খালিদ হোসেন। পরিবেশ দূষণ হতে রক্ষা ও বৃক্ষরোপণের ওপর জোর দেয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার।